আগামিকাল বুধবার কড়া লকডাউন রাজ্যে। তবে আগামী শনিবার কড়া লকডাউন হচ্ছে না। শনিবার বকরি ইদে রয়েছে। সেই কারণে চলতি সপ্তাহের শনিবার রাজ্যে জারি হবে না কমপ্লিট লকডাউনের নিয়ম। তবে শনিবার যেমন লকডাউন রয়েছে তা কার্যকর হবে।
তবে শনিবারের পরিবর্তে লকডাউন হবে রবিবার অর্থাৎ ২ অগাষ্ট। একইভাবে রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসের দিনও কমপ্লিট লকডাউনের আওতার বাইরে থাকবে। আজ মঙ্গলবার নবান্ন থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, অগাষ্টের কোন কোন দিন রাজ্যে লকডাউন জারি থাকবে সেই তালিকাও দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘৩১ জুলাই থেকে রাজ্যে নতুন পদ্ধতি চালু হচ্ছে’। ব্যাখ্যা করে তিনি বলেন, ‘২ অগাস্ট, ৫ অগাস্ট, ৮ অগাস্ট, ৯ অগাস্ট সম্পূর্ণ লকডাউন। তারপর, ‘১৬-১৭ অগাস্ট, ২২-২৩ অগাস্ট সম্পূর্ণ লকডাউন। তারপর আবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন ২৯-৩০ অগাস্ট। মমতা জানিয়ে রাখেন, ৩১ অগাস্ট পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন।
অন্যদিকে, রাজ্যে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে এখনই স্কুল, কলেজ খোলার কোনও ভাবনাই নেই রাজ্য সরকারের। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধই থাকবে। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Be the first to comment