ডেঙ্গি আক্রান্ত এক নাবালকের মৃত্যু হল কলকাতায়। গতরাত থেকে পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল বছর বারোর ওই নাবালক । আজ দুপুর দেড়টা নাগাদ তার মৃত্যু হয়। সে তিলজলা এলাকার বাসিন্দা।
ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, গতরাতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাকে বাঁচানোর জন্য রাতভর চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে, ১৩ ঘণ্টা ভেন্টিলেশনে রেখেও তাকে বাঁচানো যায়নি। আজ দুপুর দেড়টা নাগাদ তার মৃত্যু হয়।
গত কয়েক বছরের মতো এবছরও রাজ্যে ডেঙ্গির সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রাদুর্ভাব ঘটতে পারে বলে তাঁদের আশঙ্কা।
Be the first to comment