আনলক-৩ শুরু হওয়ার আগে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার অন্য সদস্যরা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থানে হবে বৈঠক। কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে। লকডাউনের পরবর্তী পর্যায় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ইতিমধ্যেই আনলক-৩-এ কী চায়, সেই বিষয়ে মতামত জানিয়েছে একাধিক রাজ্য।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আনলকের তৃতীয় পর্যায়ে দিল্লিতে সিনেমা হল, মেট্রো এবং জিম আবার খোলা হোক। এর আগে ৮ জুলাই শেষবার মন্ত্রিসভার বৈঠক হয় । সেই বৈঠকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে দুঃস্থ মানুষের খাদ্যসামগ্রী প্রদানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, আগামী আরও পাঁচমাস ৮১ কোটি মানুষকে ২০৩ লাখ টন রেশনসামগ্রী দেওয়া হবে।
Be the first to comment