বুধবার রাজ্যে ‘কমপ্লিট’ লকডাউন। জুলাই মাসের শেষ লকডাউন পুরদস্তুর সফল করতে তৎপর পুলিশ-প্রশাসন। কোভিডের সংক্রমণ-শৃঙ্খল ভাঙতে গোটা রাজ্য স্তব্ধ রাখাটাই লক্ষ্য নবান্নের। ছাড় পাবে একমাত্র জরুরি পরিষেবা। বাকি সবকিছুই থাকবে বন্ধ। চলবে না যানবাহন। খুলবে না কোনও সরকারি, বেসরকারি অফিস। ঝাঁপ বন্ধ থাকবে দোকান-বাজারের। উড়বে না আন্তঃরাজ্য বিমানও।
সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় চলছে পুলিশের কড়া নজরদারি। ব্যারিকেড তৈরি করে চলছে যান নিয়ন্ত্রণ। পরীক্ষা করা হচ্ছে প্রয়োজনীয় নথিও। বিনা প্রয়োজনে বের হলে ফেরত পাঠানো হচ্ছে। করোনা-বিধি মেনে চলার পরামর্শ। শুনশান পার্ক সার্কাস মোড়। হাওড়ায় সমস্ত দোকানপাট বন্ধ। হাওড়া ময়দানের কাছে টিকিয়াপাড়া এলাকায় বেলিলিয়াস রোডে ড্রোনের মাধ্যমে চলছে পুলিশের নজরদারি। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হচ্ছে। হাওড়া ব্রিজে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে চলছে নজরদারি। রাসবিহারী থেকে শ্যামবাজার, শিয়ালদা থেকে নাগেরবাজার, সর্বত্র ধরা পড়েছে একই ছবি। এ দিন বাজার-দোকানও সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে গণপরিবহণ ব্যবস্থাও। তবে বেশিরভাগ মানুষও এ দিন ঘরের বাইরে বেরোননি।
সংক্রমণের শৃঙ্খল ভাঙার কৌশল হিসেবে সপ্তাহে দু’দিন ‘কমপ্লিট’ লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য। গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবারের লকডাউন সফল হয়েছে বলে জানা গিয়েছে। বুধবারও একইভাবে রাজ্যকে স্তব্ধ করে দিতে সক্রিয় হয়েছে পুলিশ। মঙ্গলবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, লকডাউন কড়াভাবে কার্যকর করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এই মর্মে প্রতিটি জেলার পুলিস-প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হলেই কড়া দাওয়াই দেওয়ার নিদান দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে জরুরি প্রয়োজন থাকলে বাইরে বেরনো যাবে। কিন্তু উপযুক্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে দু দিন লকডাউনের পথেই আপাতত অবিচল থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তাহে দু’দিনের যে তালিকা দেন, রাতের মধ্যেই অবশ্য তা কিছুটা পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা মতো, অগস্ট মাসে লকডাউন হওয়ার কথা ছিল ২ ও ৫ অগস্ট, ৮ ও ৯ অগস্ট, ১৬ ও ১৭ অগস্ট, ২২ ও ২৩ অগস্ট এবং ২৯ ও ৩০ অগস্ট।
Be the first to comment