আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে নামল রাফাল!‌ ট্যুইট করলেন রাজনাথ সিং

Spread the love

ভারতের মাটি ছুঁল রাফাল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে হরিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে ভারতের মাটিতে রাফাল নেমে আসে। আর সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন রাজনাথ সিং। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে রানওয়ায়ের নিস্তব্ধতাকে চিরে নেমে আসছে শক্তিশালী যুদ্ধের অস্ত্র রাফাল যুদ্ধবিমান। ভিডিও শেয়ার করে রাজনাথ সিং লিখলেন, ‘‌আম্বালায় রাফালের স্পর্শ।’‌

‌তিনি আরও লেখেন, ‘‌যে বা যাঁরা ভারতের সীমানা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে, ভারতীয় বায়ুসেনায় রাফালের সংযুক্তিকরণ তাঁদের চিন্তা বাড়াবেই। আর রাফাল নিয়ে সব বিতর্কের উত্তরও বোধহয় আজ দেওয়া হয়ে গেল। কারণ, ভারতের মাটি স্পর্শ করা রাফাল বিমানগুলি সক্রিয়। এর অস্ত্র বহন করা ক্ষমতা, র‌্যাডার, অন্য সেন্সর ও সমস্ত প্রযুক্তি অত্যাধুনিক এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ। ভারতীয় বায়ুসেনা দেশের যে কোনও বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করতে এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী।’

এর আগে, আকাশ পথেই ৫টি রাফাল বিমানকে স্বাগত জানায় ২টি সুখোই ৩০ ৷ ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকেই ফ্রান্স থেকে আসা পাঁচটি রাফাল জেটকে এসকর্ট করে নিয়ে আসে দু’টি সুখোই এসইউ ৩০ এমকেআইএস যুদ্ধবিমান৷ মাঝ আকাশের সেই অসাধারণ দৃশ্যই প্রতিরক্ষামন্ত্রক থেকে ট্যুইট করা হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*