আর থাকছে না রাতের কারফিউ। কনটেইনমেন্ট জোনের বাইরে খোলা যাবে জিম এবং যোগা কেন্দ্র। তবে এক্ষেত্রে দূরত্ববিধি মেনে চলতে হবে। ২৯ জুলাই, বুধবার আনলক থ্রি-এর নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১ অগস্ট থেকে দেশজুড়ে শুরু হচ্ছে আনলক থ্রি। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। তবে করোনা মোকাবিলায় কনটেইনমেন্ট জোনে কড়া লকডাউন চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
লকডাউনের পর শুরু হয় আনলক পর্ব। জুন, জুলাই পেরিয়ে ১ অগস্ট থেকে আনলকের তৃতীয় পর্ব শুরু হচ্ছে। এদিন তারই নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
নতুন গাইডলাইন অনুযায়ী, প্রতি রাতে আর কারফিউ থাকছে না। আনলক টু-তেই হোটেল-রেস্তরাঁর দরজা খুলে দিয়েছে কেন্দ্র। এবার আনলক থ্রি-তে খুলে যাচ্ছে জিম এবং যোগাকেন্দ্র। ৫ অগাস্ট থেকে শুধুমাত্র কনটেইনমেন্ট জোনের বাইরেই খোলা যাবে জিম এবং যোগাকেন্দ্র।
তবে আনলক থ্রি-তে বন্ধই থাকছে স্কুল, কলেজ-সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এর পাশাপাশি লোকাল ট্রেন, মেট্রো, সিনেমা হল, থিয়েটার, সুইমিং পুল, বার, বিনোদন পার্কের দরজাও বন্ধ থাকছে।
দেশজুড়ে চড়চড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। বিশ্বের করোনা মানচিত্রে এই মুহূর্তে ভারত তৃতীয় স্থানে, আমেরিকা এবং ব্রাজিলের পরেই। তা সত্ত্বেও কেন্দ্র লকডাউনের বাঁধন আলগা করায় পরিস্থিতির অবনতি হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।
তাঁদের মতে, জুন মাস থেকে ধাপে ধাপে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই রাস্তায় মানুষের ভিড় বেড়েছে। বেড়েছে গাড়ির চাপও। দূরত্ববিধি শিকেয় তুলে হাটে-বাজারেও ভিড় করছেন অনেকে। তাই সংক্রমণের গ্রাফও চড়চড়িয়ে বাড়ছে।
কী কী বন্ধ থাকবে:
মেট্রো রেল
সিনেমা হল
সুউমিং পুল
পার্ক
থিয়েটার
বার, অডিটোরিয়াম, হল
সামাজিক, রাজনৈতিক, অ্যাকাডেমিক, ধর্মীয় জমায়েত
তবে কনটেনমেন্ট জোনে ৩১ অগস্ট পর্যন্তই জারি থাকবে লকডাউন।
Be the first to comment