আমাদের কর্তব্য ওঁর অসম্পূর্ণ লড়াইকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়াঃ বিমান বসু

Spread the love

সোমেন মিত্র আর নেই। গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকঅ্যা। যেমন, আবদুল মান্নান বলেন এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই। শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

দীর্ঘদিন ধরে সোমেন মিত্রের সঙ্গে রাজনীতির ময়দানে কাজ করেছেন আবদুল মান্নান। বলেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হল। এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই। দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার দাদা, পথপ্রদর্শক আজ চলে গেলেন । এ যেন আত্মীয় বিয়োগের শোক।

তাঁর কথায়, রাজনৈতিকভাবে যে লড়াই এই কঠিন সময়ে শুরু করেছিলাম তা অবশ্যই ধাক্কা খাবে। কারণ সোমেনদা বহু যুদ্ধের সৈনিক। তিনি জানতেন, কীভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ লড়াই গড়ে তুলতে হয়। আর কিছু ভালো লাগছে না। এই কঠিন সময়ে আর কত দুঃখ অপেক্ষা করছে কে জানে।

সোমেন মিত্রর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি বলেন, রাজনৈতিক দিক থেকে আমরা ভিন্ন মতাদর্শে বিশ্বাস করতাম কিন্তু মানুষের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ঐক্যের স্বার্থে একমঞ্চে দাঁড়িয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছিলাম। তবে ঐক্য অটুট থাকবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। ওঁর রাজনৈতিক জীবনের লড়াই শাসক এবং বিরোধী দুই শিবির থেকেই দেখেছি। সমালোচনা এবং সমর্থন করেছি। বয়সে আমার থেকে দু’তিন বছরের ছোটো হলেও ওঁর প্রতি ভালোবাসা মেশানো শ্রদ্ধা ছিল। এখন আমাদের কর্তব্য যৌথভাবে ওঁর অসম্পূর্ণ লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*