গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫২ হাজারেরও বেশি, মৃত ৭৭৫

Spread the love

মাত্রাছাড়া সংক্রমণ দেশে। একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৫২ হাজারেরও বেশি মানুষ নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৭৫ জনের।

রেকর্ড হারে সংক্রমণ ছড়াল গোটা দেশে। গত কয়েকদিন ধরে প্রতিদিন ৫০ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। বৃহস্পতিবার সর্বোচ্চ করোনার সংক্রমণ গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫২ হাজার ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৭৭৫ জনের।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। দেশজুড়ে করোনায় মৃত বেড়ে ৩৪ হাজার ৯৬৮।

এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ২৮ হাজার ২৪২। সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আশার আলো, দেশজুড়ে সুস্থ হলেন ১০ লক্ষেরও বেশি আক্রান্ত। এখনও পর্যন্ত ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন করোনামুক্ত হয়েছেন।

করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সংক্রমণ ছড়ানো রুখতে সতর্কতামূলক একাধিক পদক্ষেপেও সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি করোনার মাত্রাছাড়া সংক্রমণ বাংলাতেও। শুধু শহর কলকাতাতেই ২০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫,২৫৮। বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১,৪৯০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*