প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর রাজনৈতিক জীবন দীর্ঘ। আর সেই রাজনৈতিক জীবনে এসেছে অনেক উত্থান-পতন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছেই ছোড়দা হিসেবে পরিচিত ছিলেন তিনি।
কেন ছোড়দা? জানা যায়, এক সাক্ষাৎকারে এই গল্প বলেছিলেন সোমেন মিত্র। জানিয়েছিলেন তাঁর ডাক নাম আসলে খোকন। আবার তাঁর এক পিসতুতো দাদা ছিলেন, তাঁরও নাম খোকন। তিনিই সোমেন বাবুদের বাড়িতেই থাকতেন। তাই খোকন বলে ডাকলে, কে সাড়া দেবে, তা নিয়ে সমস্যা ছিল।
আর সেই সমস্যা কাটাতেই সোমেনবাবুর সেই দাদাকে ‘বড়দা’ আর সোমেনবাবুকে ‘ছোড়দা’ নামে ডাকা শুরু হয়। সেই থেকেই সবার ছোড়দা হয়ে রয়ে গেলেন তিনি।
অসুস্থ ছিলেন অনেক দিন থেকেই। তবে তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছে না রাজনৈতিক মহল। গভীর রাতে এই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শোক প্রকাশ করে প্রদেশ কংগ্রেস।
Be the first to comment