রামমন্দিরের পুরোহিতের ধরা পড়ল করোনা, আক্রান্ত ১৬জন নিরাপত্তারক্ষীও

Spread the love

৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো, মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির নির্মাণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷ আর তারমধ্যেই এল এই দুঃসংবাদ! করোনা আক্রান্ত হয়েছেন পুরোহিত প্রদীপ দাস ৷

পূজারী প্রদীপ দাসের করোনা সংক্রমিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়েছেন অনেকে ৷ রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যন্দ্র দাসের শিষ্য তিনি ৷ প্রধান পুরোহিতের সঙ্গে তিনিও রাম জন্মভূমির নিত্য পুজোয় অংশ নিতেন ৷ প্রধান পুজারীর সঙ্গে আরও যে ৪ জন রাম লালার পুজো করেন, তার অন্যতম পূজারী প্রদীপ দাস ৷

করোনা পজিটিভ পূজারীকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে  হোম কোয়ারেন্টাইনে ৷ আর এরসঙ্গেই রাম জন্মভূমির নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬জন পুলিশকর্মীও আক্রান্ত হলেন করোনায় ৷ এদিকে অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামী ৫ অগাস্ট । প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

সেখানে এমনিতেই কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ৷ বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, ৫ আগস্ট শিলান্যাস অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর হাতে রাম মন্দিরের শিলান্যাস পর্ব সম্প্রচারিত হবে দূরদর্শনে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*