করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবার চিৎপুর থানার এএসআই-এর

Spread the love

করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিশ অফিসারের মৃত্যু৷ এবার মৃত্যু চিৎপুর থানার এক এএসআই৷ এনিয়ে করোনায় কলকাতা পুলিশের ৭ জনের মৃত্যু হল ৷ কলকাতা পুলিশ জানিয়েছে,অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর তপন চন্দ্র কুমার ৷ তিনি চিৎপুর থানায় কর্মরত ছিলেন৷ একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে ৷ কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে ৷ প্রাণ হারালেন শুক্রবার সকালে ৷ প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে ৷

সূত্রের খবর, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৭ জন পুলিশকর্মী মারা গিয়েছেন ৷ গত মঙ্গলবার করোনায় মৃত্যু হয় চারু মার্কেট থানার কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কির ৷

কলকাতা পুলিশ জানিয়েছিল,‘কনস্টেবল দেবেন্দ্রনাথ তির্কি। চারু মার্কেট থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয় ৷ এই প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে শীঘ্রই ৷

প্রায় প্রতিদিনই কলকাতা পুলিশের কেউ না কেউ করোনা আক্রান্ত হচ্ছেন ৷ বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৪৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে খবর ৷ এদের নিয়ে কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৮৮ জনে ৷

তবে লালবাজার জানিয়েছে, করোনা আক্রান্তের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷ বৃহস্পতিবার একদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়ে উঠেছেন বেশি পুলিশকর্মী ৷ ওই দিন সুস্থ হয়েছেন মোট ৫১ জন ৷ এদের নিয়ে কলকাতা পুলিশে মোট সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০০ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*