আবারও বিখ্যাত স্কচ ফাউন্ডেশনের দেওয়া অনন্য সম্মান পেল পশ্চিমবঙ্গ। এবার মুখ্যমন্ত্রীর অফিস বা সচিবালয়কে সর্বোচ্চ ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দিল স্কচ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার দিল্লিতে ৬৬ তম স্কচ সামিটে এই সম্মান পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস অর্থাৎ নবান্ন। বিভিন্ন জনমুখী প্রকল্প ও কাজের জন্য প্রতি বছর স্কচ ফাউন্ডেশনের তরফে ১০ টি রুপো, তিনটি সোনা এবং একটি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজ্যগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় স্কচ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডের জন্য।
এবার ৪ হাজার মনোনয়নের মধ্যে শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসের স্বতন্ত্র উদ্যোগকে বেছে নেওয়া হয়। গতবছর মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অধীনে তৈরি হয় পাবলিক গ্রিভেন্স ম্যানেজমেন্ট সেল বা ই-সমাধান। সেই প্রকল্পে ব্যাপক সাড়া মেলে। যাতে আসা অভিযোগের ৯৫ শতাংশ সমাধান করে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা সচিবালয়। যা জাতীয় স্তরে হয়ে ওঠে একটি মডেল। এবার সেই মডেলকে অনন্য সম্মানে ভূষিত করল স্কচ ফাউন্ডেশন। দেওয়া হল জাতীয় সেরার সম্মান। পুরস্কার হিসেবে দেওয়া হল ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড।
পুরস্কার প্রদানের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দপ্তরের কাজকে রীতিমত প্রশংসা করা হয়। জানানো হয়, গত বছর চালু হওয়া এই প্রকল্পে আট লাখ ১৬ হাজার মানুষ তাঁদের সমস্যার কথা জানিয়েছিলেন। তার মধ্যে অত্যন্ত সফলতার সঙ্গে ৯৫ শতাংশ সমাধান করেছে পশ্চিমবঙ্গ সরকার। যা দেশের মধ্যে মডেল হয়ে উঠতে পারে। এর আগে ২০১৪ সালে ই-আবগারি প্রোজেক্টের জন্য প্ল্যাটিনাম সম্মান পেয়েছিল আবগারি দপ্তর।
Be the first to comment