প্রদেশ কংগ্রেস সভাপতি পদে উঠে এলো তিন বর্ষীয়ান নেতার নাম

Spread the love

বুধবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ২০২১-এর রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার কাজ শুরু করে দিল এআইসিসি ৷ সোমেন মিত্রের উত্তরসূরি বেছে নেওয়ার জন্য আপাতত তিনটি নাম ভেসে উঠল ৷

এআইসিসি-র পর্যবেক্ষকের কাছে যে তিন জনের নাম সুপারিশ করা হয়েছে তাঁদের কেউই নতুন মুখ নন ৷ তিন জনেই দলের বর্ষীয়ান নেতা। তিন জনেই অতীতে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ সামলেছেন৷ কংগ্রেস সূত্রের খবর, এঁরা হলেন প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান ও অধীর চৌধুরী ৷

তবে এই তিন বর্ষীয়ান নেতার মধ্যে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য ৷ অতীতে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবেই সবাইকে নিয়ে চলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে কংগ্রেস কর্মীদের কাছে জনপ্রিয়তার নিরিখে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী। কিন্তু তিনি এই মহূর্তে লোকসভায় দলের নেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। ফলে তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে ৷

এছাড়া অতীতে প্রদেশ কংগ্রেস সভাপিত হিসেব সবাইকে নিয়ে চলতে না-পারায় দলের অন্দরেই ক্ষোভ দেখা গিয়েছিল। আর দলের একনিষ্ট কর্মী আব্দুল মান্নানকে বিধানসভা নির্বাচনের আগে এই দায়িত্ব দেওয়া নিয়েও সংশয় রয়েছে ৷

প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জানাতে ৭ দিনের জন্য সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই সময়ে এআইসিসি-র নেতারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতের সাংগঠনিক দায়িত্ব ঠিক করার ব্যাপারে কথা বলবেন। তবে কাউকে ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী সভাপতি না-করে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়ে রেখেছেন রাজ্য নেতৃত্ব।

বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ বৃহস্পতিবার রাতে শহরে পৌঁছে প্রয়াত নেতার বাড়ি গিয়ে তাঁর স্ত্রী শিখা মিত্র ও পুত্র রোহনের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তাঁর সঙ্গে ছিলেন এআইসিসি-র সহকারী পর্যবেক্ষক বিপি সিং। শুক্রবার কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতাদের সঙ্গে কথা বলেন গৌরব ৷ তবে প্রদেশ নেতৃত্বের সঙ্গে আরও কিছু আলোচনা করতে চান তিনি৷ তারপর তিনি রিপোর্ট দেবেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপালকে। প্রদেশ কংগ্রেস সভাপতি বেছে নেওয়ার ক্ষেত্রে সিলমোহর দেবেন রাহুল গান্ধী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*