৭ অগাস্ট প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। আজ এমনই ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, অনলাইনে প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের (WBJEEB) অনুমোদিত কেন্দ্রগুলিতে গিয়ে পরীক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
চলতি বছরে কোরোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার বহু আগেই হয়ে গেছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ২ ফেব্রুয়ারি হয়েছিল পরীক্ষা। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার 8৮০০ জন। অসম ও ত্রিপুরা মিলিয়ে মোট ২১৯ টি পরীক্ষাকেন্দ্র ছিল WBJEE-এর। পরীক্ষার উপর কোরোনার প্রভাব না পড়লেও ফলাফল প্রকাশ দীর্ঘদিন থমকে ছিল ভাইরাসের প্রকোপে। অবশেষে প্রায় ৬ মাস পর প্রকাশিত হতে চলেছে WBJEE-র ফলাফল।
আজ জয়েন্টের ফলাফলের দিন ঘোষণার সময় শিক্ষামন্ত্রী বলেন, ৭ অগাস্ট আমরা জয়েন্টের ফলাফল অনলাইনে প্রকাশ করব। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ডের (WBJEEB) অনুমোদিত যতগুলি কেন্দ্র আছে, সেখান থেকে ফলাফল দেখতে বা ডাউনলোড করতে কোনওরকম টাকা লাগবে না। ফলাফলের ডাউনলোড কপি সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের দিয়ে দেওয়া হবে।
Be the first to comment