সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৷ আক্রান্ত আড়াই হাজারের বেশি। তবে সুস্থ হয়ে উঠার হারও বেড়েছে ৷ গত ২৪ ঘন্টায় ২০ হাজারের বেশি টেস্ট হয়েছে৷ শনিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪৮ জনের ৷ এটাই একদিনের হিসেবে সর্বোচ্চ রেকর্ড ৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৫৮৯ জন ৷
এই প্রথম আক্রান্তের সংখ্যা একদিনে আড়াই হাজার ছাড়াল ৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল এক হাজার ৬২৯ জন ৷ আর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭৭৭ জন৷ গতকাল ছিল ৭০ হাজার ১৮৮ জন ৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬৩১ জন ৷ একদিনে বেড়েছে ৩৯৮ জন ৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৪৩ জন ৷ ফলে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজার ৫১৭ জন ৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৯.৪১ শতাংশ ৷ গতকাল ছিল ৬৮.৯২ শতাংশ ৷ বাংলায় প্রতিদিনই বাড়ছে করোনা টেস্টের সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ২০ হাজার ৬৫ টি ৷
এটাই একদিনে বাংলায় সর্বোচ্চ টেস্ট ৷ গতকাল সংখ্যাটা ছিল হয়েছে ১৯ হাজার ৩টি ৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেল৷ শনিবারের তথ্য অনুযায়ী, বাংলায় মোট টেস্ট হয়েছে,৯ লক্ষ ১৩ হাজার ৪৬৫ টি ৷ যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৯ জন৷ উত্তর ২৪ পরগনার ১৩ জন ৷
দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ৬ জন৷ হুগলি ১ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন ৷ উত্তর দিনাজপুর ২ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৭টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে ৷
Be the first to comment