কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণের। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। উত্তরপ্রদেশ সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গিয়েছে, গত ১৮ জুলাই কোরোনায় আক্রান্ত হয়ে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি হন কমলা রানি। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন ধরে অক্সিজেন এবং ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। এরপর রবিবার হাসপাতালে সকাল ৯টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, নিম্ন রক্তচাপ এবং মাল্টি-অর্গান ডিসফাংশনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ সকালে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। টুইটারে তিনি লেখেন, উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণের মৃত্যুতে শোকাহত। তৃণমূল স্তরের মানুষের জন্য তিনি কাজ করেছেন। দুবার লোকসভার সাংসদ পদেও ছিলেন। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।
Be the first to comment