আজকের দিন

Spread the love

ওম প্রকাশ

জন্মঃ ১৯ ডিসেম্বর ১৯১৯
তিনি একজন ভারতীয় অভিনেতা। তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। দর্শকমহলে তাঁর অত্যন্ত জনপ্রিয়তা ছিল। ১৯৫০-৮০ সহকারী অভিনেতা হিসাবে তিনি অত্যন্ত সুখ্যাতি লাভ করেন। জন্মদিবসে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

প্রতিভা দেবীসিংহ পাটিল

(জন্ম: ১৯৩৪, ১৯ ডিসেম্বর)
তিনি ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার পর ভারতের ১২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার বয়স ৮৩ বছর। তিনি ভারতের রাজস্থান প্রদেশের গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯শে জুলাই, ২০০৭ তারিখে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন, ২০০৭ এ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরোঁ সিং শেখাওয়াত চেয়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জয় লাভ করেন। ২০০৭ সালের ২৫ জুলাই তিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

শাশ্বত চট্টোপাধ্যায় (অপু নামে সমধিক পরিচিত)

জন্মঃ ১৯ ডিসেম্বর ১৯৭০
তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন উজ্জ্বল তারকা। তার পিতা বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাসের ওপর ভিত্তি করে শৈবাল মিত্র কর্তৃক নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এ জগতে প্রবেশ করেন। সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তপেশ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের বিখ্যাত চলচ্চিত্র কাহানির মাধ্যমে তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

হিরণ চট্টোপাধ্যায়

(জন্ম- ১৯শে ডিসেম্বর, ১৯৮২)
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও গায়ক।
হিরণ রোমান্টিক, কমেডি এবং অ্যাকশন সব রকম চলচ্চিত্রে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে অভিনয় করেছেন। তার ডাকনাম পাপাই।
.
শৈশবেই তিনি পিতা-মাতাকে হারান। উলুবেরিয়ায় ১৪ বছর পড়াশোনা করেন। তিনি পড়াশুনায়ও বেশ ভালো ছিলেন। পরে তিনি মানিকটোলা আশ্রম-এ বসবাস শুরু করেন, বেঁচে থাকার তাগিদে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি সন্ধ্যার ক্লাস করতেন এবং সে সময় দিনের বেলায় একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন। এরপর তিনি রিলায়েন্স কোম্পানিতে যোগদান করে মুম্বাই চলে যান।
.
তার প্রথম ছবি কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী। হারানাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। টলিউডে তাকে এক জনপ্রিয় মুখে পরিণত করে এই ছবি। এরপর তিনি ভালবাসা ভালবাসা ও চিরসাথী ছবিতে অভিনয় করেন। ভালবাসা ভালবাসা ছবিটি বেশ নাম করে এবং তাকে লোক চকোলেট বয় বলে ডাকতে শুরু করেন। এরপর তার অভিনীত জ্যাকপট ও রিস্ক সমালোচক কর্তৃক প্রশংসিত হয়। এরপর তার অভিনীত ছবি লে হালুয়া লে ও মাচো মুস্তানা। লে হালুয়া লে বেশ জনপ্রিয় হয়। এছাড়াও তিনি বহু ছবিতো অভিনয় করেন।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

তথ্য সংগ্রহেঃ মাসানুর রহনান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*