অবশেষে করোনাকে জয় করলেন অমিতাভ বচ্চন। রবিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন। অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ এসেছে। যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকতে হচ্ছে অভিষেক বচ্চনকে।
রবিবার ট্যুইটে অভিষেক লিখেছেন, সৌভাগ্যবশত আমার বাবার লেটেস্ট করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাবা। বাড়ি গিয়ে বাবা এখন বিশ্রামে থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য।
আরেকটি ট্যুইটে নিজের স্বাস্থ্যের খোঁজও দিয়েছেন অভিষেক। সেখানে লিখেছেন, আমি দুর্ভাগ্যবশত কোমর্বিডিটির কারণে এখনও করোনাভাইরাস পজিটিভ এবং হাসপাতালেই রয়েছি। আবার সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতি আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য। আমি করোনা জয় করে তাড়াতাড়ি ফিরব, আরও সুস্বাস্থ্য নিয়ে, প্রমিস।
প্রসঙ্গত, গত ১২ জুলাই শনিবার রাতে কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। অমিতাভ নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছিলেন।
এরপর একে একে ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবরও জানা যায়। পরে তাঁরাও হাসপাতালে ভরতি ছিলেন কিছুদিন। হালকা উপসর্গ থাকায় খুব দ্রুতই করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে যান ঐশ্বর্য ও আরাধ্যা। এদিন বাড়ি ফিরে গেলেন অমিতাভ বচ্চন। স্ত্রী জয়া বচ্চনের অবশ্য করোনা ধরা পড়েনি।
Be the first to comment