৩ থেকে ৪ মাস আগে যখন আমরা গুজরাটে গিয়েছিলাম, তখন বলা হচ্ছিল গুজরাটে বিজেপিকে টক্কর দিতে পারবে না কংগ্রেস। এই কয়েকটা মাস আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছি। যার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন, গুজরাটে বিশাল ঝড়ের সম্মুখীন হয়েছিল বিজেপি। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি আরও বলেন নরেন্দ্র মোদি ও বিজেপির ক্রোধকে ভালোবাসা দিয়ে হারিয়ে দেবে কংগ্রেস।
বিগত বছরের তুলনায় গুজরাটে অনেক ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির ম্যাজিক ফিগার ১৫০ কে রীতিমতো ধরাশায়ী করে দিয়েছে বিরোধীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে জিগ্নেশ, অল্পেশ, হার্দিকরা কার্যত বাজিমাত করেছে গুজরাটের ভোট পরীক্ষায়। সদ্য দায়িত্ব নেওয়া কংগ্রেস সভাপতির দাবি, আমাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল হয়েছে। হেরে গেছি ঠিক আছে কিন্তু আমরাও জিততে পারতাম। কিছু গন্ডগোল হয়ে গিয়েছে। পাশাপাশি রাহুল বলেন, গুজরাটবাসীদের মনে গুজরাট মডেল নিয়ে প্রশ্ন উঠেছে। মডেলটার সবকিছু হয়তো ঠিক আছে, কিন্তু ভেতরটাই ফাঁপা।
Be the first to comment