এবার হোম আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হওয়ার পরই হোম আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। পরের দিন অর্থাৎ রবিবারই করোনা আক্রান্ত হন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে করোনা আক্রান্ত হওয়ার পরই তিনি নিজে বাকিদের সতর্ক করে দেন। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও তিনি কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।
এরপরই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আপাতত বাড়ি থেকেই নিজের মন্ত্রকের কাজ পরিচালনা করবেন তিনি। অমিত শাহের সংস্পর্শে আসায় আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজে থেকেই আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
Be the first to comment