গুজরাটবাসীর রাগ ভোটে পরিনত হলে অন্য ফলাফল হতঃ অখিলেশ

Spread the love

বিজেপি অল্পের জন্য বেঁচে গিয়েছে। যদি গুজরাটবাসীর আরও একটু বেশী রাগ ভোটে রূপান্তরিত হতো তাহলে ফলাফল একটু অন্যরকমই হতে পারত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।

গুজরাট বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। প্রতিবছরের মতো হয়তো এবছরও গেরুয়া শিবির ভেবেছিল মোট ১৮২ টি আসনের বেশীরভাগ আসনেই জয় পাবে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট ছিল ১৫০ টি আসন। সেইমতোই দলের নেতা মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন, কিন্তু সব আশাতেই জল ঢেলে দিল বিরোধীরা। ১০০এর গন্ডিও টপকাতে পারলোনা পদ্ম শিবির।

প্রসঙ্গত, বিগত বছরের তুলনায় গুজরাটে অনেক ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলে ৭৭টি আসনে জয় পেয়েছে তারা। গুজরাট ভোটের আগে থেকেই ইভিএমের কারচুপি নিয়ে সরব হয়েছিলেন অখিলেশ। আর মঙ্গলবার একধাপ এগিয়ে সপার সভাপতির দাবি খুব অল্পের জন্য বেঁচে গেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*