রূপানির আসনে তবে কী ইরানি?

Spread the love

গুজরাটে ষষ্ঠবার জয় এসেছে। বিজয় রূপানি জয় পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পারফরম্যান্সে অখুশি দল। তাঁর জায়গায় অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার চিন্তাভাবনা শুরু করেছে দল। এমন কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে যাঁর মোদীর মত জনপ্রিয়তা না থাকলেও, জনতার কাছে তাঁর গ্রহণযোগ্যতা থাকবে। আর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে নাম উঠে আসছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির। পদ্ম শিবির মনে করছে, স্মৃতি ইরানির মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার সবকটি গুণই রয়েছে। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, গুজরাটি ভাষায় রীতিমত দক্ষতা থাকা সত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসাবেই গুজরাটের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসতে পারেন স্মৃতি ইরানি। যদিও স্মৃতি জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই।

স্মৃতি ছাড়াও সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ এল মাণ্ডভ্য এবং কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল বাজুভাই ভালার নাম উঠে আসছে। আগামী ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই শপথগ্রহন অনুষ্ঠান। আমেদাবাদ বা গান্ধীনগরে হবে অনুষ্ঠান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*