অযোধ্যায় ভূমিপুজোর রাজনৈতিক বিশ্লেষণ

Spread the love

আজ ৫ অগাস্ট। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। উপস্থিত আছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আলোর মালা ও গোলাপি সাজে সেজে উঠেছে সরযূর তীর। রামের প্রিয় রঙ হলুদ। তাই তিনি হলুদ বসন পরতেন। তার সঙ্গে সাযুজ্য বজায় রেখে সরযূ তীরের অযোধ্যায় নির্ধারিত স্থানের আশেপাশের বাড়িগুলিতে হলুদ রঙ করা হয়েছে।

শুরু হয়েছে রাম অর্চনা। কিন্তু এই শিলান্যাস কী প্রয়োজন ছিল? কী বলছেন বিশিষ্ট সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য? অযোধ্যা তথা উত্তরপ্রদেশকে হাতের তালুর মতো চেনেন দেবাশিসবাবু। ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সাক্ষী। করসেবা থেকে শুরু করে আদবানির রথযাত্রা বা উত্তরপ্রদেশের নির্বাচন- বারবার গেছেন তিনি। তাই আজকের দিনে ভূমিপুজোর যৌক্তিকতা, তার বিশ্লেষণ শুনুন এই অভিজ্ঞ সাংবাদিকের মুখ থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*