প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। আজ দুপুরে পিয়ারলেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল দুপুরের পর থেকেই অবস্থার অবনতি থাকে সিটু নেতার।
করোনা নিয়ে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে।ফুসফুসে সংক্রমণ নিয়ে সপ্তাহ দেড়েক আগে নর্থসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শ্যামলবাবুকে। তারপর করোনা উপসর্গ ধরা পড়ায় তাঁকে স্থানান্তরি করা হয় পিয়ারলেস হাসপাতালে। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন তিনি।
এদিকে তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখুন মুখ্যমন্ত্রীর শোকবার্তা
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ১০০/আইসিএ/এনবি
তারিখঃ ০৬/০৮/২০২০
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর।
শ্যামলবাবু সিটু-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন। এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল।
আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment