করোনার জেরে বেসরকারি বাস-মিনিবাস সংগঠনের মালিকদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মকুব করা হল বেসরকারি বাস- মিনিবাসের ট্যাক্স। পারমিট ফিও মকুব করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের তরফে বাস মালিকদের জানানো হয়েছিল ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। কিন্তু তার পরিবর্তে কর মকুবের দাবি জানিয়েছিলেন বাস মালিকদের সংগঠনগুলি। সেই দাবি অনুযায়ীই কর মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তিনি আরোও জানান, তাঁর আশা এই সিদ্ধান্তে বাস মালিকদের সংগঠনগুলি খুশি হবে। বেসরকারি বাস ও মিনিবাস নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা ঠিক হয়ে যাবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
Be the first to comment