কোরোনায় আক্রান্ত রোগীদের উপর কলকাতায় প্লাজ়মা থেরাপির ট্রায়াল চলছে ইনফেকশাস ডিজিসেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে । সম্প্রতি এই ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির এই প্রয়োগ আশাপ্রদ।
এই শহরে এবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা আক্রান্ত রোগীদের উপরেও প্রয়োগ হতে চলেছে প্লাজ়মা থেরাপি। কোনও কোরোনায় আক্রান্ত রোগীকে প্লাজ়মা থেরাপি দেওয়া হলে কাজ হচ্ছে কি না, সেটা দেখা হচ্ছে দেশের অন্য হাসপাতালে । আর কলকাতায় দেখা হচ্ছে, কোন কোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে কাজ করছে প্লাজ়মা থেরাপি ।
মূলত এই লক্ষ্য নিয়েই মে মাসের শেষের দিকে কলকাতায় শুরু হয় প্লাজ়মা থেরাপির এই ট্রায়াল । যা চলছে ID&BG হাসপাতালে। আর এই ট্রায়ালের জন্য প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাজ়মা ব্যাঙ্কও চালু করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা প্লাজ়মা থেরাপির ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টও পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কোরোনায় আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির প্রয়োগ আশাপ্রদ । প্লাজমা থেরাপি বেশ কিছু কোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে।
কলকাতায় ID&BG হাসপাতালের কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির যে ট্রায়াল চলছে, তার জন্য সুস্থ হয়ে ওঠা কোরোনায় আক্রান্ত রোগীদের কাছ থেকে প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে। এখানে কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্রয়োগের জন্য সংগৃহীত প্লাজ়মা ব্যাঙ্কও চালু করা হয়েছে । সংগৃহীত প্লাজ়মা এই ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হচ্ছে।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এই প্লাজ়মা ব্যাঙ্কের কাজ এখনও সম্পূর্ণ হয়নি । কারণ, এইব্যাঙ্কে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা কোরোনায় আক্রান্ত রোগীদের দান করা প্লাজ়মা সংগ্রহের পরে সংরক্ষণ করে রাখা হচ্ছে । তবে, এখানে প্লাজ়মা সঞ্চালন-ও করা হবে । তখনই এইব্যাঙ্কের কাজ সম্পূর্ণ হবে ।
Be the first to comment