রাম মন্দিরের তহবিলে জমা পড়ল ৪১ কোটি

Spread the love

সারা দেশ থেকে অনুদান এল রাম মন্দির গঠনের জন্য। এখনও পর্যন্ত রাম জন্মভূমি ট্রাস্টের তহবিলে জমা পড়েছে ৪১ কোটি টাকা। সূত্রের খবর রাম মন্দির গঠন হওয়ার আগে থেকেই এই তহবিল জমা হতে শুরু করেছে। মঙ্গলবার পর্যন্ত এই ৪১ কোটি টাকা জমা পড়েছে।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর বুধবারের অনুদানের অর্থ এখনও এর মধ্যে ধরা হয়নি। বুধবার মন্দিরের ভূমি পুজোর দিন সেখানে অনুদান করেন ধর্মীয় গুরুরা। এর মধ্যে রয়েছেন পরমার্থ নিকেতনের স্বামী চিদানন্দ সরস্বতী, জুনা আখড়ার স্বামী অভধেশানন্দ গিরি, বাবা রামদেব ও অন্যান্যরা।

ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি জানান, মঙ্গলবার পর্যন্ত ৩০ কোটি টাকা জমা পড়েছে। সেদিনই ১১কোটি টাকা অনুদান দিয়েছেন মুরারি বাবু। ফলে আপাতত ৪১ কোটি টাকা রয়েছে ভাঁড়ারে। মন্দিরের তরফ থেকে জানানো হয়েছে রাম মন্দির তৈরির জন্য এই করোনা আবহেও টাকা দান করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

অনলাইনেও অনুদান দিচ্ছেন ভক্তরা বলে রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে। পাঁচ হাজার মানুষ এখনও পর্যন্ত এই পদ্ধতিতে টাকা দান করেছেন মন্দির তৈরিতে। উল্লেখ্য মানুষ ১১ টাকাও দান করেছেন। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, যার যেরকম সাধ্য, তিনি সেইভাবেই দান করেছেন। বড় অঙ্কের অনুদানগুলি চেক বা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*