কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হল৷ ডিজিসিএ-এর এক আধিকারিক জানিয়েছেন, বিমানের ভিতর থেকেই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে৷ পাশাপাশি খাদে পড়ে দু’ টুকরো হয়ে যাওয়া বিমানটির ফ্লোরবোর্ড কেটে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে৷ শনিবার সকালেই এগুলি উদ্ধারকারীদের হাতে আসে৷
শুক্রবার রাতে কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে অবতরণের সময় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি রানওয়ে থেকে পিছলে খাদে গিয়ে পড়ে৷ ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৷ মৃতদের মধ্যে পাইলট এবং কো-পাইলট রয়েছেন৷ প্রায় দেড়শোজন আহতের চিকিৎসা চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে৷
দুর্ঘটনার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1344 বিমানটির অবস্থান, গতিতে কোনও অস্বাভাবিকতা ছিল কি না, পাইলট এবং কো-পাইলটের মধ্যে কী কথোপকথন হয়েছিল, সেই যাবতীয় তথ্য এই দু’টি রেকর্ডার থেকে পাওয়া যাবে৷ যা দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সাহায্য করবে৷ তদন্তের প্রয়োজনে উদ্ধার হওয়া ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার- দু’টি দিল্লিতে আনা হচ্ছে ৷
তদন্তের জন্য এ দিন সকালেই ডিজিসিএ, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শীর্ষ আধিকারিকরা কোঝিকোড় পৌঁছেছেন৷ বিমানযাত্রী এবং বিমানকর্মী সমেত মোট ১৯০ জনকে নিয়ে শুক্রবার দুবাই থেকে কালিকাট আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং-৭৩৭ বিমানটি৷ যাত্রীদের মধ্যে দশটি শিশুও ছিল৷
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, প্রবল বর্ষণের মধ্যে প্রথমবারের চেষ্টায় কারিপুর বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হন পাইলট৷ এর পর বিমানটির মুখ ঘুরিয়ে অন্য দিক দিয়ে অবতরণের চেষ্টা করেন তিনি৷ তার পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ রানওয়ে থেকে পিছলে গিয়ে খাদের মধ্যে গিয়ে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি৷
Be the first to comment