কেরলের ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৯, অনেকের অবস্থা আশঙ্কাজনক

Spread the love

কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে গিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে৷ এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনাগ্রস্থ বিমানটি বন্দে ভারত মিশনের আওতায় বিদেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে নিয়ে আসছিল৷

অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি ৷ রানওয়ে ছাড়িয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে৷ দুটো টুকরো হয়ে যায় বিমান৷ পাইলট ডিভি শাঠে ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে৷ ১৯১ জনের যাত্রী ছিল ওই বিমানে৷ এবং বিমানে দুই পাইলট, ৫ জন কেবিন ক্রু-সহ ছিলেন মোট ১৯১ জন ৷ ঘটনাস্থলেই এক পাইলটের মৃত্যু হয়। সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মলপ্পুরমের এসপি জানিয়েছেন, ১২৩ জনের মধ্যে ১৫ জন আশঙ্কাজনক৷

কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের উদ্ধারের সব রকমের ব্যবস্থা করা হয়েছে৷ এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত শুরু করেছে ৷

শুক্রবার দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷ অবতরণের সময় দৃশ্যমানতা প্রায় ছিলই না ৷ বিমানবন্দরের ১০ নম্বর রানওয়েতে নামার পরেই পিছলে যায় বিমানের চাকা৷ রানওয়ের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত গিয়েও বিমানটিকে থামাতে পারেননি পাইলট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*