শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানটি ৷ খাদে পড়ে দু’টুকরো হয়ে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাইলট-সহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা ১২০ ৷ দুর্ভাগ্যজনক এই ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র ৷ এছাড়া গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি ৷ তুমুল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। ফ্লাইট ট্র্যাকারে ধরা পড়েছে, দু’বার রানওয়েতে নামার চেষ্টা করে ব্যর্থ হন পাইলট। অসামরিক বিমান পরবিহণমন্ত্রী হরদীপ সিং পুরীও সেকথা স্বীকার করেছেন।
মল্লপুরমের জেলাআধিকারি কে গোপালকৃষ্ণণ জানিয়েছেন, বিমানের আহত যাত্রীদের এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ইতিমধ্যে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানে থাকা ২ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ ৷
এর মধ্যে এক করোনা পজিটিভ যাত্রীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৷ রিপোর্ট আসতেই ৫০ উদ্ধারকারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ বিমানের সব যাত্রী-কর্মীদের ও উদ্ধারকাজে শুক্রবার রাতে যারা হাত লাগিয়েছিলেন তাদের সকলের করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছে কেরল সরকার ৷
Be the first to comment