প্রথম আদিবাসী কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে শপথ নিলেন জিসি মুর্মু

Spread the love

দু’দিন আগেই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিলেন গিরিশ চন্দ্র মুর্মু। শুক্রবারই জানা গিয়েছিল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল করা হবে তাঁকে। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রথম আদিবাসী হিসেবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে শপথ নিলেন জিসি মুর্মু।

এদিন রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে প্রাক্তন আমলা জিসি মুর্মুকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রথম কোনও আদিবাসী কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে শপথ নিলেন। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তথা বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করা হয়েছিল গত বছর ৫ অগস্ট। রাজ্য ভেঙে দুই কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছিল প্রাক্তন আমলা জিসি মুর্মুকে। গত ৫ অগস্টই সেই পদ থেকে পদত্যাগ করেন মুর্মু। তাঁর জায়গায় উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছে গাজিপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে। মনোজ সিনহা প্রথম নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*