প্রয়াত হলেন সামাজিক আন্দোলন এবং নারী আন্দোলনের কর্মী, বিশিষ্ট লেখক ইলিনা সেন। তিনি হলেন বিশিষ্ট সমাজকর্মী ও ডাক্তার বিনায়ক সেনের স্ত্রী। দীর্ঘ লড়াইয়ের পর রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।
ছত্তিশগড়ে খনি শ্রমিক ট্রেড ইউনিয়নগুলিকে নিয়ে তিনি কর্পোরাইজেশনের বিরুদ্ধে এবং উপজাতির অধিকারের পক্ষে তিনি দীর্ঘ লড়াই করেছিলেন। তাঁর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হল ‘ইনসাইড ছত্তিসগড় : ও পলিটিক্যাল মেমোরি’ এবং ‘সুখবাসিন: দ্য মাইগ্র্যান্ট ওমেল অফ ছত্তিশগড়’।
Be the first to comment