আজ সকালে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে করোনা নিয়ে এক জরুরী বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, করোনা আক্রান্ত প্রায় সবাই এই ১০ রাজ্যের মানুষজন। তাই এই ১০ রাজ্যকে সবসময় বিশেষ ভূমিকা পালন করতে হবে। যদিও তারা ঠিকঠাকই ভূমিকা পালন করছে তা নাহলে আমরা সুস্থতার হার এতো বাড়াতে পারতামনা। এছাড়াও তিনি বলেন, এই মহামারী থেকে বাঁচতে আমাদের সকলকে এক হয়ে লড়াই করতে হবে’
প্রধানমন্ত্রী এদিন জানান ‘বিশেষজ্ঞরা বলছেন, কোনও ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ার ৭২ ঘণ্টার মধ্যে তাঁর সংস্পর্শে আসা সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাতে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। তাই ৭২ ঘণ্টার মধ্যে সংক্রমিতের সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে পরীক্ষার করতে হবে।’
Be the first to comment