কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদনের জন্য প্রসেসিং ফি এবার বেঁধে দিল রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের থেকে দেড়শো টাকার বেশি ফি নিতে পারবে না কলেজগুলি। করোনা পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে অনলাইন পদ্ধতিতে কলেজে ভর্তির প্রক্রিয়া চলছে।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইন পদ্ধতিতে চলছে কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে শুরু থেকেই কলেজে ভর্তির ব্যাপারে পড়ুয়াদের থেকে বেশি প্রসেসিং ফি আদায়ের অভিযোগ উঠছিল।
গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন একাধিক অভিযোগ পায় উচ্চ শিক্ষা দফতর। বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে উচ্চ শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও তৎপরতা নেন।
উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর কলেজে ভর্তির ব্যাপারে প্রসেসিং ফি বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয়, কোনও কলেজই ছাত্রছাত্রীদের থেকে দেড়শো টাকার অতিরিক্ত প্রসেসিং ফি হিসেবে নিতে পারবে না।
Be the first to comment