করোনা আক্রান্ত রামজন্মভূমি ট্রাস্টের প্রধান

Spread the love

এবার করোনায় আক্রান্ত রামজন্মভূমি ট্রাস্টের প্ৰধান মোহান্ত নৃত্যগোপাল দাস। গত ৫ অগাস্ট রামজন্মভূমির শিলান্যাস অনুষ্ঠানে মুখ্য ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। অনুষ্ঠান মঞ্চে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেও একাধিকবার দেখা যায় তাঁকে।

সূত্রের খবর, অযোধ্যার অনুষ্ঠানের পরেই মথুরায় ফেরেন মোহান্ত নৃত্যগোপাল। সেখানেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নিয়ে আসা হয়।

পাঁচ অগাস্টের শিলান্যাসের মঞ্চে ঠাঁই হয়েছিল মোট ৫ জনের। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত আনন্দীবেন পাটেল এবং ট্রাস্টের প্রধান নৃত্যগোপাল দাস।

এদিন নৃত্যগোপাল দাসের আক্রান্ত হওয়ার খবর ট্যুইটারে শেয়ার করেন যোগী আদিত্যনাথ। তিনি আরও জানান, মেদান্ত হাসপাতালের চিকিৎসক নরেশ ত্রেহানের সঙ্গে তাঁর কথাও হয়েছে। আদিত্যনাথ নিজেই চিকিৎসকদের সার্বিক তৎপরতার জন্য অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন মোহান্ত নৃত্যগোপালের অবস্থা স্থিতিশীল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*