সকাল থেকেই ধরেছে ঝিরিঝিরি বৃষ্টি। কখনও মেঘ কখনও বৃষ্টির ঠেলায় দক্ষিণবঙ্গ।
আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে- এননটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Be the first to comment