একসপ্তাহের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে সার্জারির পর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। শেষ কিছুদিনে পরিস্থিতির বিশেষ উন্নতি না হলেও রবিবার তিনি কিছুটা ভালো আছেন বলেই জানালেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
বাবার স্বাস্থ্য সম্পর্কে উন্নতি নিয়ে প্রণব-পুত্র জানিয়েছন, “আগের দিনগুলির থেকে বাবা অনেকটা স্থিতিশীল। তাঁর সবকটি গুরুত্বপূর্ণ দিক স্থিতিশীল রয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাবা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি খুব শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন”।
প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে আর্মি হাসপাতাল জানিয়েছে, “উনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন, ওনার স্বাস্থ্যের ছোটছোট পরিবর্তন লক্ষ্য রাখছেন বিশেষজ্ঞরা”।
তিনদিন আগেই বাবার মৃত্যুর ভুয়ো খবর শুনে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রণবপুত্র। বিরক্ত হয়েছেন সংবাদমাধ্যমের ভূমিকায়।
বৃহস্পতিবার অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, “আমার বাবা শ্রী প্রণব মুখার্জি এখনও বেঁচে আছেন! নামী সাংবাদিকরা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত জল্পনা ও মিথ্যা সংবাদগুলি স্পষ্টভাবে প্রতিফলিত করে যে ভারতে মিডিয়া ফেক নিউজের কারখানায় পরিণত হয়েছে।”
উল্লেখ্য, বেকায়দা পরে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়। সেই জন্যই হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে।
পৈতৃক ভিটে বীরভূমের কীর্ণাহারে ইতিমধ্যেই দ্রুত সুস্থতা কামনায় ৭২ ঘণ্টার যজ্ঞ হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন তাঁর বোন এবং পরিবারের অন্যান্য সদস্য সহ কাছের মানুষরা।
Be the first to comment