নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেখা গিয়েছিল তাঁকে। শাহিনবাগের সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত শাহজাদ আলি রবিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। দক্ষিণ দিল্লিতে নাগরিকত্ব আইন-এনপিআরের বিরোধিতায় প্রতিবাদের শাহিনবাগের অন্যতম মুখ হয়ে উঠে ছিলেন শাহজাদ। সেই তিনিই কিনা যোগ দিলেন মোদীর দলে।
এদিন তিনি রাজ্য বিজেপি সভাপতি আদেশ গুপ্তা এবং শ্যাম জাজু’র উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। শাহজাদের বিজেপি যোগ বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
এই প্রসঙ্গে শাহজাদ আলি বলেছেন, মুসলিমদের মধ্যে যারা বিজেপির বিরুদ্ধে ভূল ধারণা রাখেন তাঁদের জন্য আমি বিজেপিতে এসেছি। বিজেপি আমদের শত্রু নয়। আমরা একসঙ্গে বসে সিএএ নিয়ে কথা বলব।
এদিন বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা জানিয়েছেন, সকল মুসলিম ভাইদের উন্নতির মূলস্রোতে আনা আমাদের লক্ষ্য। আজ একশ’র বেশি মুসলিম ভাই বিজেপিতে এসেছেন। কারণ তাঁরা কোনও বিদ্বেষ নেই। নরেন্দ্র মোদীর তিন তালাকের সিদ্ধান্তের মানে বুঝতে পেরেছেন।
Be the first to comment