প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক

Spread the love

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যয়ের শারীরিক অবস্থা এখনও সংকটজনক। চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এমনই জানানো হয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের সেনার রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালের তরফে।

১০ অগাস্ট দিল্লি ক্যান্টনেমেন্টে রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। স্বাস্থ্য পরীক্ষার পরে দেখা যায়, প্রণববাবুর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। এরপরই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। প্রণব মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।

প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকায় জোরদার তৎপরতার সঙ্গে সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। তবে অস্ত্রোপচারের পর থেকে তাঁর অবস্থা সংকটজনক রয়েছে।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে যরপরনাই ক্ষুব্ধ হয়েছেন প্রণববাবুর পরিবারের সদস্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*