উত্তাল বিশ্বভারতী; মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা রাজ্যপাল ধনখড়ের

Spread the love

মেলা মাঠের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী। পরিস্থিতি জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্ববিদ্যালয়ের শান্তির পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর দেওয়ার অনুরোধ জানান তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে আস্বস্ত করেছেন।

মেলা মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠেছে বিশ্বভারতী। সকালে প্রাচীর দেওয়ার কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বুল্ডোজার নিয়ে এসে প্রাচীর ভেঙে দেন। এই নিয়ে প্রবল উত্তেজনার তৈরি হয় বিশ্বভারতীতে।

বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীকে জানান সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি টুইলে লিখেছেন উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। জেলা শাসক, পুলিস সুপার, এসডিও কেউ সাহায্যে এগিয়ে আসছে না বলে অভিযোগ করেন তিনি।

পরেই আবার টুইটে রাজ্যপাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা হয়েছে তাঁর। তিনি আস্বস্ত করেছেন পরিস্থিতি নিয়ে। আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হবে বলে রাজ্যপালকে আস্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে সকথা লিখে জানান রাজ্যপাল।

https://twitter.com/jdhankhar1/status/1295257169563017217

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*