অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়া ঘিরে সোমবার সকাল থেকে অশান্ত শান্তিনিকেতন। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ির নেতৃত্বে হাজারখানেক মানুষ মিছিল করেছেন। ভেঙে ফেলা হয়েছে অর্ধনির্মিত পাঁচিল, ভাঙা হয়েছে বিশ্বভারতীর অস্থায়ী অফিস, নির্মাণ সরঞ্জাম।
বিশ্বভারতীতে ভাঙচুরের সময় সেখানে দুবারজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি উপস্থিত ছিলেন বলে খবর। যদিও এ ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিশ্বভারতীর উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তী ও মুখপাত্র অনির্বাণ সরকারের ফোনে জবাব মেলেনি।
সূত্রের খবর, পৌষ মেলার মাঠ ঘেরার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই পাঁচিল তৈরির কাজ শুরু হয়। এর বিরোধিতা জানায় স্থানীয় ব্য়বসায়ী সমিতি। উল্লেখ্য়, এ বছর পৌষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।
Be the first to comment