বিশ্বভারতী কাণ্ডে ফের ভাঙচুর ৷ এ বার ভাঙচুর চালানো হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরীর বাড়িতে ৷ সোমবার রাতে অধ্যাপকের বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়িতেও ৷
অন্যদিকে বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সূত্রের খবর, বিশ্বভারতীর আচার্য যেহেতু প্রধানমন্ত্রী, তাই গোটা ঘটনায় PMO-তে অভিযোগ জানাচ্ছে বিশ্বভারতী ৷
অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরীর অভিযোগ, পৌষ মেলার মাঠে যারা ভাঙচুর করেছে ৷ তারাই তাঁর বাড়িতেও ভাঙচুর চালিয়েছে ৷ সোমবার সকালে বিশ্বভারতীর পৌষ মেলা মাঠে ভাঙচুরের ঘটনা ঘটে ৷ তারপর রাতে বিশ্বভারতীর অধ্যাপক বিপ্লবলৌহ চৌধুরী বাড়িতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী ৷ তিনি শান্তিনিকেতন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷
বিশ্বভারতীতে পৌষমেলার মাঠে পাঁচিল নির্মাণকে ঘিরে সোমবার শান্তিনিকেতনে ব্যাপক অশান্তি, ভাঙচুরের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রককেও জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর ৷
Be the first to comment