বিশ্বভারতীর ঘটনা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। সেই চিঠি টুইটারে তুলে ধরে তিনি লেখেন, বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় সর্বত্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ৷ রাজ্য সরকারের কাছে আবেদন, যারা বিশ্বভারতী চত্বরের পবিত্রতা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ৷
টুইটারে রাজ্যপাল লেখেন, “সময় হয়েছে ৷ এবার কবিগুরুর প্রিয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী চরিত্রকে বাঁচাতে ব্যবস্থা নিতেই হবে ৷ আমাদের সকলকেই এই কাজে হাত লাগাতে হবে৷”
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ১৭ অগাস্টের ঘটনাকে লজ্জাজনক বলেছেন রাজ্যপাল ৷ তিনি এও বলেন, পুলিশের সামনে যারা ধ্বংসলীলা চালিয়েছে তারা আইনের পরোয়া করে বলে মনে হয়নি৷ এপ্রসঙ্গে টুইটারে রাজ্যপাল লেখেন, “সমাজে ঠিক-ভুলের একটা লক্ষ্মণরেখা থাকা উচিত ৷ যা ভুল তথা অন্যায় তাকে চিহ্নিত করে ব্যবস্থা নিতেই হবে ৷ গতকাল বিশ্বভারতীতে যে চিত্র দেখা গেছে তা অবক্ষয়ের৷
Be the first to comment