জোড়াসাঁকোতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, গ্রেপ্তার সৌমিত্র খাঁ

Spread the love

বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ৷ পুলিশের হাতে গ্রেপ্তার সাংসদ সৌমিত্র খাঁ ৷ বিশ্বভারতী ইশুতে আজ রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে মিছিল বের করে দলীয় কর্মী-সমর্থকরা ৷ সেই মিছিল জোড়াসাঁকোতে আসা মাত্র পুলিশ আটকে দেয় ৷ তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় ৷ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন সৌমিত্র খাঁ-সহ দলের শীর্ষস্থানীয় নেতারা ৷ পুলিশ সৌমিত্র খাঁকে গ্রেপ্তার করে ৷

পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী-সমর্থকরা ৷ তাদের অভিযোগ, মিছিল শান্তিপূর্ণভাবে চলছিল ৷ অথচ পুলিশ আক্রমণ নামিয়ে আনে ৷ দলের কর্মীদের মারধর করে ৷ বিজেপিকে আটকানোর জন্য পুলিশ পরিকল্পনামাফিক এসব করেছে ৷

বিজেপি কর্মসূচি ছিল পূর্বঘোষিত৷ ফলে আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এলাকায় আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেডের কাছে এসেও স্লোগান দিয়ে এগোনোর চেষ্টা করে বিজেপি সমর্থকরা। এরপরই পুলিশ তাদের পথ আটকায়। তবুও বিজেপির মিছিল এগোনোর চেষ্টা করলে বেশ কয়েকজন সমর্থককে টেনে-হেঁচড়ে সরিয়ে দেয় পুলিশ ৷

গ্রেপ্তার করা হয় কয়েকজন বিজেপি কর্মীকে ৷ গ্রেপ্তার করা হয় সাংসদ সৌমিত্র খাঁ-কেও৷ তাদের লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়।

আজকের ঘটনার পর সৌমিত্র খাঁ বলেন, “বিশ্বভারতীর ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। যাদের নামে বিশ্বভারতী কতৃপক্ষ FIR করেছে পুলিশ তাদের একজনকেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারল না ৷ কিন্তু আমাদের পুলিশ গ্রেপ্তার করছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় যতদিন না CBI তদন্ত হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*