সকাল থেকে মুখ ভার আকাশের ৷ নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে গেছে একাধিক জেলায়। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী এক গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ একই সঙ্গে ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দু’য়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টাতেও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে ৷
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ ৷ এর জেরে আগামী রবিবারের পর থেকে ফের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ সেই সঙ্গে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্র উপকূলগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে ।
আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতা, নদিয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব-বর্ধমান, পশ্চিম-বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায়, ভারী বৃষ্টির হতে পারে ।
এদিকে, কলকাতাতেও লাগাতার বৃষ্টি চলছে । আকাশ মেঘলা রয়েছে । বেলা বাড়লেও সূর্যের মুখ দেখা যায়নি । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫৩.৯ মিলিমিটার। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৭% সর্বনিম্ন ৯৩% । আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
Be the first to comment