কোরোনার জিনিসপত্র কেনায় কোটি কোটি টাকার দুর্নীতি, অভিযোগ রাজ্যপালের

Spread the love

রাজ্য সরকারের বিরুদ্ধে ফের অভিযোগ রাজ্যপালের ৷ এবার কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ধনকড়ের ৷ হিসেব চেয়ে মুখ্যমন্ত্রীকে আসল তথ্য সামনে আনার আবেদন জানান তিনি ৷

এর আগে বিভিন্ন ইস্যুতে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে ৷ রাজ্যপালের অভিযোগ, কোরোনার জিনিস কেনার ক্ষেত্রেও কাটমানি খেয়েছেন অনেকে ৷ অনেকে লাভবান হয়েছেন ৷ কে বা কারা এই কাটমানি খেয়েছেন তা নিয়ে বিস্তারিত তথ্য রাজ্যপাল না জানালেও তাঁর আক্রমণের লক্ষ্য যে রাজ্য সরকার, তা টুইটবার্তা থেকেই পরিষ্কার করে দেন ৷

ধনকড় টুইট করে জানান, কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতির জন্ম।

https://twitter.com/jdhankhar1/status/1296690360563900416

দুর্নীতি রুখতে স্বাধীন সংস্থার দ্বারা তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান রাজ্যপাল ৷ লেখেন ”@MamataOfficial এর মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে মহামারী ক্রয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে ধামাচাপা দিতে হওয়া তদন্তের বিশ্বাসযাগ্যতা নেই সিদ্ধান্তগ্রহণকারীরাই (এক জন ছাড়া) #MAP কে বাঁচাতে ব্যস্ত। ভবিষ্যতের কথা ভেবেই কাজ। কেবলমাত্র স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরাধীদের ধরতে পারবে”।

https://twitter.com/jdhankhar1/status/1296690621621481473

এখানেই না থেমে তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে ধনকড় আরও লেখেন “এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।”

https://twitter.com/jdhankhar1/status/1296690736717377536

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*