দাদার, বাইকুল্লা ও চেম্বুরের তিনটি জৈন মন্দিরে এই প্রার্থনার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৫ আগষ্ট থেকে শুরু হওয়া আটদিনের জৈন উৎসবে যোগ দেওয়ার জন্য এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে গণপতি উৎসবে জমায়েত করা যাবে না বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
শীর্ষ আদালত জানিয়েছে, লকডাউনের মধ্যে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু দু’দিন মুম্বইয়ের তিনটি জৈন মন্দিরে নির্দিষ্ট নিয়ম মেনে প্রার্থনা করতে আসতে পারবেন দর্শনার্থীরা। তবে সামাজিক দূরত্ব ও মাস্কের ব্যবহারও বাধ্যতামূলক।
Be the first to comment