করোনা ও আমফানের জেরে জেলার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খতিয়ে দেখতে চান পঞ্চায়েত, কৃষি, কৃষি বিপণন, সেচ, পূর্ত দপ্তর, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, খাদ্য, আদিবাসী উন্নয়ন, সহ প্রতিটি দপ্তরকে।
তাই দু’দফায় মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের ৯টি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী সোমবার এবং মঙ্গলবার নবান্ন থেকে দু’দিনের এই ভার্চুয়াল বৈঠক হবে বলে জানা গেছে। ২৪ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার সঙ্গে বৈঠক। ২৫ তারিখ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে। জেলাশাসক–সহ সব অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং সব আইসি, ওসিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Be the first to comment