করোনা আবহে নির্বাচনের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এই গাইডলাইনে জানানো হয়েছে, করোনা আক্রান্তরা ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে প্রার্থী-সহ পাঁচজনের বেশি যাওয়া যাবে না। এছাড়া প্রার্থী থেকে শুরু করে ভোটকর্মী ও ভোটারদের মাস্ক, গ্লাভস পরা, সামাজিক দূরত্ব মানার নির্দেশিকা জারি হয়েছে।
এদিন কমিশন জানিয়েছে, “পোস্টাল ব্যালটের সুবিধা ব্যবহার করার পরিধি আরও বাড়ানো হল। এবার থেকে যাঁরা শারীরিকভাবে অক্ষম, যাঁদের বয়স ৮০ বছরের বেশি, যাঁরা জরুরি পরিষেবায় যুক্ত এবং যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাঁরা প্রত্যেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।”
চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন ছাড়াও রয়েছে বেশ কিছু উপনির্বাচনও ৷ সেই দিকে নজর রেখেই প্রস্তুতি নির্বাচন কমিশনের ৷ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতা এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের পরামর্শের ভিত্তিতে দীর্ঘ বৈঠকের পর এদিন নয়া নির্বাচনী গাইডলাইন জারি করে কমিশন ৷ তাতে বলা হয়েছে, যাদের বয়স ৮০-এর বেশি তারা বাড়ি বসেই পোস্টাল ব্যালেটে ভোট দিতে পারবেন ৷ তার জন্য তাঁদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে ৷ করোনা আক্রান্ত অথবা করোনা সংক্রমিত সন্দেহভাজন হলেও পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুবিধে রেখেছে কমিশন ৷
এছাড়া বিশেষ ক্ষমতা সম্পন্ন ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালেটে ভোট দেওয়ার সুযোগ থাকছে ৷ এর আগে নির্বাচন কমিশন গাইডলাইনে ৬৫ বছরের বেশি বয়সী ভোটদাতাদের জন্য পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দেওয়ার কথা বলেছিল ৷ যদিও বিরোধীদের সমালোচনার কারণে তা প্রত্যাহার করা হয় ৷
Be the first to comment