গতকাল রাতে ভারতীয় রেলের তরফে টুইট করে ঘোষণা করে দেওয়া হয়েছে, বন্দে ভারত প্রকল্পে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন তৈরির টেন্ডার বাতিল করা হচ্ছে।
রেলের তরফে একটি টুইটে বলা হয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অনেকে মনে করছেন এটি চিনা সংস্থা হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল। দেশীয় সংস্থার মুনাফা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।
Be the first to comment